চাকরির বিস্তারিত তথ্য দেখুন ― |
নিয়োগ সংস্থা | Agniveer Recruitment |
পদের নাম | Agniveer Air Force |
মোট শূন্যপদ | No mention |
আবেদন মাধ্যম | অনলাইনের মাধ্যম |
আবেদন শুরু তারিখ | ১১/০৭/২০২৫ |
ওয়েবসাইট | www.indianairforce.nic.in |
আবেদন শেষ তারিখ | ৩০/০৭/২০২৫ |
পদের নাম ও শূন্য পদের সংখ্যা –
১) অগ্নিবীর ভারতীয় বায়ুসেনা তরফ থেকে যে পদে কর্মী নিয়োগ করা হবে সে পদের নাম হল – অগ্নিবীর বায়ু।
বয়সসীমা ―
অগ্নিবীর ভারতীয় বায়ুসেনা উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৭ থেকে ২১ মধ্যে হতে হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন জানুন নিজের দায়িত্বে আবেদন করুন।
বেতন কাঠামো ―
যদি আমরা এই পথগুলোতে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন শুরু হচ্ছে প্রতি মাসে ২১,০০০ - টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০০/- টাকা পর্যন্ত আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত ―
অগ্নিবীর ভারতীয় বায়ুসেনা তরফ থেকে যেহেতু অনেক গুলি শূন্য পদ আছে প্রত্যেক শূন্য পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তার বিস্তারিত আলোচনা করা হয়েছে:-
অগ্নিবীর বায়ু পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক গ্রেজুয়েশন পাস করতে হবে। এছাড়া আবেদনকারীদের ভোকেশনাল ও পলিটেকনিক ডিগ্রী থাকলে তারাই আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখেও বুঝে অবশ্যই নিজের দায়িত্ব অবদান করুন।
আরও চাকরির খবর দেখুন ―
এই বিজ্ঞপ্তি কোথায় থেকে প্রকাশিত হয়েছে? ―
সকল চাকরিপ্রার্থীদের জানানো হচ্ছে যে এই বিজ্ঞপ্তি www.indianairforce.nic.in website পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি, এবং নিজের যোগ্যতা অনুযায়ী আবেদন করুন।
আবেদন করার জন্য আবেদনকারীর প্রয়োজনও ডকুমেন্ট ―
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
২) আধার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
৫) কাজের অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র।
৬) কম্পিউটার সার্টিফিকেট।
শরীরের মাপজোক -
পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীর ক্ষেত্রেই ন্যূনতম উচ্চতা হতে হবে ১৫২ সেমি। তবে উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকার প্রার্থীদের জন্য এই উচ্চতা কমিয়ে ১৪৭ সেমি নির্ধারিত হয়েছে। ছেলেদের ক্ষেত্রে বুকে পরিমাপ (Chest Measurement) কমপক্ষে ৭৭ সেমি হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া ―
এখানে প্রথমত অনলাইন পরীক্ষা ও শারীরিক পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে ―
যে সকল চাকরির প্রার্থীরা এখানে আবেদন করার জন্য ইচ্ছুক তারা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে নির্দিষ্ট সময় আপলোড করতে হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন এবং যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করুন।
প্রয়োজনীয় লিঙ্ক ―
FAQ ―
1 ) অগ্নিবীর ভারতীয় বায়ুসেনা এই পদে গুলি জন্য মাসিক বেতন কত ?
» এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন শুরু হচ্ছে প্রতি মাসে ২১,০০০ - টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০০/- টাকা।
2) এই পদের জন্য কি সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে?
»
3) অগ্নিবীর ভারতীয় বায়ুসেনা এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স কত হতে হবে?
» আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৭ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
4) এই পদের জন্য কি পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারেন?
» হ্যাঁ, এই পদের জন্য পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং যোগ্যতা চাকরিরপার্থী আবেদনযোগ্য।
5) আবেদন প্রক্রিয়া কবে শেষ হবে ?
» আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ৩০/০৭/২০২৫।